গণ টোকাটুকিতে বাধা, পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ
top of page

গণ টোকাটুকিতে বাধা, পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ

গণ টোকাটুকিতে বাধা দেওয়ায় পরীক্ষাকেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠল সামসী কলেজে। বুধবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


সম্প্রতি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। চাঁচল, হরিশ্চন্দ্রপুর ও গাজোল কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র ছিল সামসী কলেজ। কলেজ সূত্রে জানা গিয়েছে, পরীক্ষায় বেশ কিছু ছাত্র গণ টোকাটুকি করছিল। বিষয়টি নজরে আসতেই বাধা দেন পরীক্ষক। নকল রুখতে বাড়ানো হয় নিরাপত্তা। কিন্তু তারপরেও নকল করতে থাকায় পরীক্ষক কয়েকজন খাতা বাতিল করে দেন। অভিযোগ, বুধবার পরীক্ষা শেষে বেশ কয়েকজন পড়ুয়া কলেজের চেয়ার, টেবিল, জানলা, দরজা, নোটিশ বোর্ডে ভাঙচুর চালায়। পরীক্ষা হলের ফ্যানগুলি মুচড়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় সামসী কলেজ চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাঁচল এবং সামসী ফাঁড়ির পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছতেই কলেজ ছেড়ে পালায় পড়ুয়ারা।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page