ভোটের আগে প্রার্থীর টাকা বিলির ভিডিয়ো ভাইরাল, নালিশ কমিশনে
top of page

ভোটের আগে প্রার্থীর টাকা বিলির ভিডিয়ো ভাইরাল, নালিশ কমিশনে

পুর নির্বাচনের প্রচারে টাকা বিলি করার অভিযোগ ইংরেজবাজার পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডলের বিরুদ্ধে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।


উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে ২৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল টাকা দিচ্ছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আমাদের মালদা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই টাকা বিলি করার অভিযোগে সরব হয়েছে তৃণমূল। ওই বিজেপি প্রার্থীর প্রার্থীপদ খারিজ করার আবেদন নিয়ে কমিশনে আবেদন করতে চলেছে তৃণমূল। জেলা তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারের দাবি, ভোটারদের প্রভাবিত করতে টাকা বিলি করছেন বিজেপি প্রার্থী। ভোটের আগে প্রার্থীর টাকা বিলি পুরোপুরি বেআইনি। নির্বাচন কমিশনকে ওই প্রার্থীর প্রার্থীপদ প্রত্যাহারের জন্য তৃণমূল কংগ্রেস আবেদন জানাবে।



বিজেপি প্রার্থী কৃষ্ণ মণ্ডল জানান, তিনি কোনো ভোটারকে টাকা বিলি করেননি। তাঁর দলীয় কর্মী সমস্যায় পড়েছিলেন। তাই তিনি তাঁকে সাহায্য করেছেন শুধুমাত্র। যে অভিযোগ তোলা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page