টাকা নিয়ে বিবাদের জেরে বউদির কান ছিঁড়ল ননদ
ধারে দেওয়া পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে বউদির কান ছেঁড়ার অভিযোগ উঠল ননদের বিরুদ্ধে। এই ঘটনায় পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত মহিলা। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর ১ গ্রামপঞ্চায়েতের গাবগাছি এলাকায়।
আক্রান্ত গৃহবধূর নাম নাজিমা বিবি (৩৪)। আক্রান্ত গৃহবধূর অভিযোগ, ননদ তাঁর ছেলের থেকে সাড়ে ছয় লক্ষ টাকা ধার নিয়েছিল। সেই টাকা নিয়ে আগেও ঝামেলা হয়েছিল। সালিশি সভাও বসেছিল। গতকাল তাঁর ছেলে টাকা চাইতে গেলে ওরা লাঠি নিয়ে ছেলের ওপর চড়াও হয়। সেই খবর পেয়ে তিনি ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে যান। সেই সময় ওরা পেছন থেকে চুল ধরে মারধর করে। দুল ধরে কান ছিঁড়ে নেয়। হাসপাতালে চিকিৎসার পর আজ তিনি পুলিশে অভিযোগ দায়ের করতে এসেছেন।
[ আগের খবরঃ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মাদক কারবারের পাণ্ডা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments