নার্সিংহোমে শিশু বদলের অভিযোগ! উত্তেজনা চাঁচলে
সদ্যোজাত শিশু বদলের অভিযোগকে ঘিরে উত্তেজনা চাঁচলে। ক্ষুব্ধ পরিজনেরা নার্সিংহোমে তালা ঝুলিয়ে দেন। ঘটনার খবর পেয়ে পৌঁছায় চাঁচল থানার পুলিশ ও চাঁচলের মহকুমাশাসক।
গত ২৬ জানুয়ারি সন্তান প্রসবের জন্য হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা রাজেশ আগরওয়াল তাঁর স্ত্রীকে চাঁচলের একটি নার্সিংহোমে ভরতি করান। অভিযোগ, অস্ত্রোপচারের সময় কর্তব্যরত চিকিৎসক পরিবারকে কিছু জানাননি। পরে পরিবারের লোকেরা জানতে পারেন, রাজেশবাবুর স্ত্রী কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু প্রসব হওয়ার দু’দিন বাদে শনিবার নার্সিংহোমের শংসাপত্র দেখেই পরিবারের চোখ কপালে ওঠে। শংসাপত্রে লেখা রেশমি দেবী কন্যাসন্তান নয়, পুত্রসন্তান প্রসব করেছেন। নথিতে ডাক্তারের হাতে লেখা 'বয় বেবি' স্পষ্ট। নীচে ডাক্তারের সইও রয়েছে। বিষয়টি নিয়ে ডাক্তারের কাছে জানতে চাওয়া হলে কেউ কোনও উত্তর দেননি। এরপরেই নার্সিংহোমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন পরিবারের লোকজন। নার্সিংহোমে এমন ঘটনা চলাকালীন হঠাৎ ওই নার্সিংহোমে এসে পৌঁছন চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায়। সঙ্গে ছিলেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাস।
বিষয়টি নিয়ে মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানান, নার্সিংহোম স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা পরিদর্শনে এসে মৌখিকভাবে বিষয়টি জানতে পেরেছি। তবে এখনও কেউ লিখিত অভিযোগ জানাননি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।
এদিকে, ঘটনাপ্রসঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ জানিয়েছে, শংসাপত্রে নার্সরা লিখেছেন, চিকিৎসক তাতে সই করেছেন। ভুল হয়েছে। বিষয়টা দেখা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires