১০০ দিনের কাজ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের
ভুয়ো মেমো নাম্বার ব্যবহার করে চলছে ১০০ দিনের প্রকল্পের কাজ। বিষয়টি নজরে আসতে নড়েচড়ে বসল মালদা প্রশাসন। ইংরেজবাজারের যদুপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন খোদ বিডিও।
জানা গিয়েছে, সম্প্রতি ১০০ দিনের প্রকল্প নিয়ে প্রচুর অভিযোগ জমা পড়েছে জেলাশাসকের দফতরে। সেই অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরি ও এই প্রকল্পের নোডাল অফিসার অভিষেক চক্রবর্তীকে ঘটনার তদন্তের নির্দেশ দেন জেলাশাসক রাজর্ষি মিত্র। তদন্তে উঠে আসে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ নম্বর গ্রামপঞ্চায়েতে ভুয়ো মেমো নাম্বার ব্যবহার করে ১০০ দিনের প্রকল্পের কাজ চলছে। এরপরই ইংরেজবাজারের বিডিও সৌগত চৌধুরিকে এফআইআর করার নির্দেশ দেন জেলাশাসক। সেই নির্দেশে অভিযোগ দায়ের করেন বিডিও।
[ আরও খবরঃ মেডিকেলে রোগীর আত্মীয়ের শ্লীলতাহানি, আটক এক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments