সম্প্রীতির মিছিল হাঁটল পুরাতন মালদায়, নেতৃত্বে কার্তিক ঘোষ
- আমাদের মালদা ডিজিট্যাল

- Dec 18, 2019
- 1 min read
Updated: Dec 8, 2020
বুধবার বিকেলে পুরাতন মালদা পুরসভার উদ্যোগে এনআরসি ও সিএএ-র বিরোধিতা করে স্থানীয় মানুষজন শান্তি ও সম্প্রীতির বার্তার মিছিলে পা মেলান। মিছিলটি পুরাতন মালদার মৌলপুর হাসপাতাল থেকে শুরু হয়ে ওল্ড মালদা মঙ্গলবাড়ি রোড হয়ে সদরঘাটে শেষ হয়। এই মিছিলে নেতৃত্ব দেন পুরাতন মালদা পুরসভার পুরপ্রধান কার্তিক ঘোষ। এছাড়া এই মিছিলে পা মেলান তৃণমূল কর্মী সমর্থক সহ স্থানীয় বাসিন্দারা। শান্তি সম্প্রীতি মিছিলে প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এনআরসি ও সিএএ-র বিরোধিতা করে।
পুরপ্রধান কার্তিক ঘোষ জানান, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে কোনদিনই এনআরসি ও সিএএ আইন লাগু হতে দেবেন না। এই দেশ থেকে কাউকে বিতাড়িত করতে পারবে না কেন্দ্রীয় সরকার। তাই এই সম্প্রীতির বার্তা মিছিলে আমরা সকল ধর্মের মানুষকে নিয়ে একত্রিত হয়েছি। আমরা সবাই মিলে এই ভারতবর্ষে বসবাস করব, তারই অঙ্গ হিসাবে আজকে আমাদের এই শান্তি সম্প্রীতির মিছিল।













Comments