মুখ্যমন্ত্রীঃ প্রাকৃতিক কারণে নয় বন্যা হয়েছে নদীর জল ছাড়ার ফলে
বিহারের পূর্ণিয়াতে নদীর বাঁধ ভেঙে দেওয়ার ফলে নদীর জলে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে বন্যা হয়েছে। এমন বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মালদায়। উপরুক্ত তিন জেলার বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পর গৌড় ভবনে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন যে এই বিষয়ে জেলাশাসক তাঁকে অভিযোগ করেছেন এবং তিনি এই অভিযোগ কেন্দ্রীয় সরকারকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন এবছর সারা পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে তা প্রাকৃতিক কারণে হয় নি, হয়েছে নদীর জল ছাড়ার ফলে। এর ফলে ইটাহার, বুনিয়াদপুর, মালদায় বন্যা হয়েছে। দক্ষিণবঙ্গের বন্যাকে তিনি যেমন ম্যান মেড বন্যা বলে অভিহিত করেছিলেন। এখানেও তিনি অনেকটা সেই বক্তব্য তুলে ধরেন।
গৌড় ভবনে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ছবিঃ মিসবাহুল হক
Comments