top of page

রাত পোহালেই মালদায় মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফরকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মালদা জেলার বেশ কিছু অংশ। আগামীকাল দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার মালদা বিমানবন্দরে নামার কথা রয়েছে। পরে মালদা কলেজ অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর মালদা জেলা সফরের আগে মালদা বিমানবন্দরে কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করেছে জেলা পুলিশ প্রশাসন। মালদা কলেজ অডিটোরিয়ামেরও নিরাপত্তা খতিয়ে দেখা হয়েছে। মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সম্ভাব্য রাস্তায় ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। রাস্তার দুধারে বসানো হয়েছে অস্থায়ী বাঁশের ব্যারিকেড। জাতীয় সড়ক ঝাড়ু দিতেও দেখা গেছে সকালে।



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page