top of page

দুধ দিয়ে শুদ্ধিকরণ করা হল বিবেকানন্দের মূর্তি

  • Nov 16, 2019
  • 1 min read

শনিবার দুধ দিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি শুদ্ধিকরণ করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ইংরেজবাজার ও ওল্ড মালদা কমিটি। এদিন সকালে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামীজির মূর্তি দুধ দিয়ে শুদ্ধিকরণ করেন সংগঠনের সদস্যরা।



উল্লেখ্য, কয়েকদিন আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙার কাণ্ডে সরব হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। এবিভিপি’র পক্ষ থেকে দেশ জুড়ে কালা দিবস পালনের ডাক দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি জেলায় স্বামী বিবেকানন্দের মূর্তি শুদ্ধিকরণের কর্মসূচি নেওয়া হয়। তারই অঙ্গ হিসাবে এদিন সংগঠনের পক্ষ থেকে শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামীজির মূর্তি দুধ দিয়ে শুদ্ধিকরণ করেন সংগঠনের সদস্যরা।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page