top of page

ছটপুজোর আগে তড়িঘড়ি নদীর ঘাট পরিষ্কারে উদ্যোগী পুরসভা

ছটপুজোর আগে মালদা শহরের মহানন্দা নদীর বিভিন্ন ঘাটগুলি পরিষ্কার করার উদ্যোগ নিল ইংরেজবাজার পুরসভা। সেপ্টেম্বর মাসে গঙ্গা এবং ফুলহারের সঙ্গে জল বেড়েছিল মহানন্দারও। এখনও জল অনেকটাই রয়েছে। দুর্গাপুজো, কালীপুজোর দেবীমূর্তি বিসর্জনে বিভিন্ন ঘাটের অবস্থা বেহাল হয়ে পড়েছে। শহরের বিভিন্ন ঘাটগুলিতে নোংরা, আবর্জনা জমাট বেঁধেছে। মালদা শহরের যেসব ঘাটে ছটপুজোয় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বেশি হয়, সেই সমস্ত ঘাটে তড়িঘড়ি সংস্কারের কাজ শুরু করেছে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ।



ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষ জানান, ঘাটের কাজ পরিদর্শনের তিনি এসেছেন। ছট পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্চ লাইট বসানো হবে। নজরদারি চালাতে ব্যবহৃত হবে ড্রোন ক্যামেরাও।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page