top of page

টিউশন যাওয়ার পথে নিখোঁজ একাদশের ছাত্রী

বাড়ি থেকে গৃহ শিক্ষকের কাছে যাওয়ার পথে নিখোঁজ একাদশ শ্রেণির ছাত্রী। ১০ দিন হতে চললেও এখনও এখনও খোঁজ মেলেনি নিখোঁজ ছাত্রীর। স্বভাবতই চিন্তায় দিন কাটছে ওই পরিবারের।


নিখোঁজ কিশোরী পুরাতন মালদার একটি হাই মাদ্রাসার ছাত্রী। বাবা কৃষিকাজ করেন, মা গৃহবধূ। তাঁদের দুই ছেলে, এক মেয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩১ অগাস্ট সকাল ১১টা নাগাদ টিউশন পড়তে বেরোয় ওই কিশোরী। মঙ্গলবাড়ি এলাকায় পড়তে যাওয়ার কথা ছিল তার। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পর আর খোঁজ মেলেনি তার। পরিবার পরিজনের কাছে খোঁজ না পেয়ে ১ সেপ্টেম্বর মালদা থানায় মিসিং ডায়ারি করেন পরিবারের লোকজন। ওই কিশোরী নিজের পড়ার ব্যাগ ছাড়া আর কিছুই নিয়ে বেরোয়নি। তার মোবাইল, সমস্ত নথিপত্র বাড়িতেই রয়েছে। স্বভাবতই মেয়ের সঙ্গে কিছু অঘটন ঘটার আশঙ্কা করছেন পরিবারের লোকজন।


ree

ওই কিশোরীর মা জানান, মেয়ে টিউশন পড়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল৷ আর বাড়ি ফেরেনি৷ ১০ দিন হয়ে গেল পুলিশও তার কোনও খোঁজ পায়নি৷ পুলিশের কাছে অনুরোধ, তারা যেন মেয়েটাকে উদ্ধার করে দেয়৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page