top of page

প্রেমের সম্পর্ক থেকে অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী, গ্রেপ্তার তরুণ

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১৪ বছরের কিশোরীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল প্রতিবেশী তরুণের। ইতিমধ্যে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ওই কিশোরী। ভবিষ্যতের কথা ভেবে ওই তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন কিশোরীর পরিবারের লোকজন। কিন্তু তাতে রাজি হননি পরিবারের লোকজন। অবশেষে ওই তরুণকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামের লোকজন। অভিযোগের ভিত্তিতে পকসো ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চাঁচল ২ নম্বর ব্লকের একটি গ্রামে৷

ree

ওই নাবালিকার বাবা জানান, মেয়ে ক্লাস এইটের ছাত্রী৷ এখন ও দু’মাসের অন্তঃসত্ত্বা৷ ওই ছেলের সঙ্গে মেয়ের ৯ মাসের সম্পর্ক ছিল। আমরা সেটা জানতেই পারিনি। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে আমরা ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। কিন্তু ওরা প্রস্তাবে রাজি হয়নি। এনিয়ে গ্রামে সালিশি সভাও ডাকা হয়েছিল। কিন্তু ওরা সেখানেও আসেনি। গ্রামবাসীরা ওই ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছে। সমস্ত ঘটনা জানিয়ে আমরা পুলিশে অভিযোগ দায়ের করেছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page