পঞ্চায়েতের টেন্ডার নোটিশ ওয়েবসাইটে আপলোড করার দাবি
top of page

পঞ্চায়েতের টেন্ডার নোটিশ ওয়েবসাইটে আপলোড করার দাবি

মোথাবাড়ি ব্লক অফিসে বিডিওকে ৯ দফা দাবি সংবলিত ডেপুটেশন তুলে দিল কালিয়াচক ২ নম্বর ব্লক কন্ট্রোলার অ্যান্ড সাপ্লায়ার ওয়েলফেয়ার সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে সংগঠনের সদস্যরা ব্লক অফিসে জমায়েত করে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেন।



দাবিগুলির মধ্যে অন্যতম হল, টেন্ডার নোটিশ ডিআইসি মাধ্যমে প্রচার করতে হবে। সমস্ত গ্রাম পঞ্চায়েতের টেন্ডার নোটিশ বিডিওয়ের মাধ্যমে ঠিকাদার ইউনিয়নকে জানাতে হবে। সমস্ত গ্রাম পঞ্চায়েতের সমস্ত টেন্ডার নোটিশ মালদার ই-টেন্ডার ওয়েবসাইটে দিতে হবে।


সংগঠনের এক সদস্য জানান, দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি থেকে কাজ দেওয়া হচ্ছে না। এনআরজিএস প্রকল্পের টাকা আসা সত্ত্বেও কাজ দেওয়া হচ্ছে না। কিছু বহিরাগত দালালরা পঞ্চায়েত সমিতি ও গ্রামপঞ্চায়েতের প্রধানদের দিয়ে বাইরের কনট্রাকটরদের কাজ পাইয়ে দিচ্ছে। একাধিকবার পঞ্চায়েত অভিযোগ জানানো হলে দপ্তর থেকে কাজ নেই বলে সাফ জানিয়ে দেওয়া হচ্ছে। বাধ্য হয়েই তাঁরা বিডিওর দ্বারস্থ হয়েছেন। তাঁদের দাবিগুলি না মানা হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামার কথাও বলেন তাঁরা।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page