পাওয়া টাকা ফিরিয়ে সততার নজির সিভিক ভলান্টিয়ারের
পড়ে পাওয়া এক রোগীর টাকা ফেরত দিয়ে সততার নজির গড়লেন এক সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ারের সততায় খুশি ওই রোগীর পরিবারের লোকজন।
আজ সকালে লক্ষীনারায়ণপুর থেকে এক অসুস্থ রোগীকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার সময় ওই অসুস্থ রোগীর আত্মীয়ের পকেট থেকে আট হাজার ৫০০ টাকা পড়ে যায়। সেই সময় জরুরি বিভাগের সামনে কর্তব্যরত অবস্থায় ছিলেন এক সিভিক ভলান্টিয়ার গৌতম চৌধুরি। ডিউটি করার সময় জরুরি বিভাগের সামনে ৫০০ টাকার নোটের একটি বান্ডিল কুড়িয়ে পান তিনি। ওই সিভিক ভলান্টিয়ার গৌতম চৌধুরি জানান, জরুরি বিভাগের সামনে ডিউটি চলাকালীন আট হাজার ৫০০ টাকা কুড়িয়ে পান তিনি। পরে খোঁজ খবর নেওয়ার পর প্রকৃত মালিকের হাতে সেই টাকা তুলে দেওয়া হয়।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários