top of page

কয়েক ঘণ্টার মধ্যেই কোটিপতি সিভিক ভলান্টিয়ার

লটারির টিকিট কেটে কোটিপতি সিভিক ভলান্টিয়ার। লটারির টিকিট সহ থানায় আশ্রয় নিয়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। কোটিপতি হওয়ার খবরে খুশির হাওয়া ওই পরিবার সহ রতুয়া থানা এলাকায়।



রতুয়া-১ ব্লকের রতুয়া গ্রামপঞ্চায়েতের গোস্বামী পড়ার বাসিন্দা দিলীপ গোস্বামী। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হাটখোলার একটি লটারির দোকান থেকে টিকিট কাটেন। দুপুরে লটারি বিক্রেতা তাঁকে ফোন করে জানান তাঁর টিকিটে ১ কোটি টাকা পুরষ্কার মিলেছে। প্রথমে বিশ্বাস না করতে পারলেও তড়িঘড়ি অনলাইনে টিকিট মেলান দিলীপবাবু। এক কোটি টাকার পুরষ্কারের বিষয়টি মিলিয়ে দেখার পরেই সোজা চলে যান রতুয়া থানায়। লটারির টাকা দিয়ে তিনি ভবিষ্যতে প্রতিষ্ঠিত হতে চাইলেও সিভিক ভলান্টিয়ারে চাকরি চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page