top of page

আগ্নেয়াস্ত্র-কার্তুজ সহ সিআইডির জালে দুই

চারটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ দুই ভাইকে গ্রেফতার করল সিআইডি। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচকের রাজনগর এলাকায় হানা দেয় সিআইডির একটি দল। তথ্য অনুযায়ী একটি বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চারটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড তাজা কার্তুজ। গ্রেফতার করা হয় দুই ভাইকে। ধৃতদের নাম জুবায়ের আলম ও ফারুক আজমকে। ধৃতদের কায়িচক থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। আদালতে যাওয়ার পথে ধৃতরা দাবি করেছে, তারা এই ঘটনার সঙ্গে জড়িত নয়। জুবায়ের মোথাবাড়ির ব্লকের অস্থায়ী কর্মী, ফারুক গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র। ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দিয়েছে সিআইডি কর্তৃপক্ষ।



উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল তা জানতে ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page