top of page

অবৈধভাবে ভারতে প্রবেশ চিনা নাগরিকের, আটক করল বিএসএফ

অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিএসএফের হাতে ধরা পড়ল চিনা নাগরিক। আজ সকালে কালিয়াচকের সুলতানপুরের সীমান্তে বিএসএফ জওয়ানরা ওই চিনা নাগরিককে আটক করেন। মহদিপুরের বিএসএফ ক্যাম্পে ওই চিনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর হেপাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ, তিনটি মোবাইল ফোন, বাংলাদেশ, ভারতের টাকা, কিছু ইউএস ডলার, কিছু ইলেকট্রনিক সামগ্রী এবং বাংলাদেশের ভিসা।



বিএসএফ সূত্রে জানা গিয়েছে, আজ সকাল ৬টা নাগাদ মিলিক সুলতানপুরের অরক্ষিত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে ওই চিনা নাগরিক। বিএসএফ জওয়ানরা ওই ব্যক্তিকে আটক করে। ওই ব্যক্তির হেপাজত থেকে চিনা পাসপোর্ট উদ্ধার হয়। সেই পাসপোর্ট অনুযায়ী তাঁর নাম হান জুনেই (৩৬)। উদ্ধার করা হয়েছে বাংলাদেশি ভিসাও।


তবে এখনও পর্যন্ত ওই চিনা নাগরকিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়নি। পুলিশের হেপাজতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিএসএফ কর্তৃপক্ষ। ধৃত চিনা নাগরিক পুলিশের হাতে পেলেই আরও তথ্য সামনে আসবে।


[ আরও খবরঃ মালদা মেডিকেলে রক্তের দালালচক্রের হদিশ, ধৃত তিন ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page