ছয় বছরের শিশুকে ধর্ষণের অপরাধে ১০ বছরের কারাদণ্ড
ছয় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে অভিযুক্তকে ১০ বছরের কারাদণ্ড দিল মালদা জেলা আদালত। ঘটনার বিবরণে জানা গেছে ২০১৬ সালের ১ মে তারিখে ইংরেজবাজার থানার শ্রীরামপুর গ্রামে রাত ৯ টার সময় স্থানীয় বাসিন্দা দিগেন মণ্ডল প্রতিবেশীর বাড়ি ঢুকে একটি ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে। পরে শিশুকন্যার মা অভিযুক্তের নাম ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্তকে গ্রেপ্তার করে পসকো আইনে মামলা দায়ের করা হয়। শুক্রবার অতিরিক্ত জেলা দায়রা বিচারক (দ্বিতীয়) দেবব্রত কুণ্ডু অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দুই মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।
প্রতীকী ছবি।
Comments