মহরম দেখতে গিয়ে নির্মীয়মাণ বাড়ি ভেঙে শিশুর মৃত্যু
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 10, 2019
- 1 min read
Updated: Aug 13, 2020
নির্মীয়মাণ বাড়ির ছাদের একাংশ ভেঙে মৃত্যু হল এক শিশুর। গুরুতর জখম আরও তিন। সোমবার রাতে মালদার মানিকচক থানার নূরপুর দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। আহতরা বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
মৃত কিশোরের নাম রমজান শেখ (১২)। বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার শামকা গ্রামে। মহরম উপলক্ষ্যে মানিকচকের নূরপুর গ্রামের দক্ষিণপাড়ায় এক আত্মীয়ের বাড়ি ঘুরতে আসে রমজান। দুর্ঘটনায় জখম রয়েছে তানবীর শেখ (২), আন্নু খাতুন (৬), সাহাজাত হোসেন (৭) ও শুকতারা বিবি (২৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে মহরমের বিভিন্ন অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান দেখার জন্য বেশ কিছু শিশু একটি নির্মীয়মাণ বাড়ির উপর বসেছিল। হঠাৎ ভেঙে পড়ে ওই নির্মীয়মাণ বাড়ির একাংশ। গুরুতর জখম হয় পাঁচ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাদের মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। মালদা মেডিকেল কলেজের চিকিৎসকরা রমজানকে মৃত বলে ঘোষণা করেন।
Comments