বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত শিশু
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 22, 2024
- 1 min read
বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত এক শিশু। আহত শিশু বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ডক পুকুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। এদিকে, শহরের মধ্যে বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আহত শিশুর নাম বাণ্টিকুমার মাহাতো (৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে বাড়ির পাশেই খেলাধূলো করছিল বাণ্টি। হঠাৎ বিস্ফোরণের শব্দ হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে বাণ্টিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেলে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন সে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। কীভাবে এই ঘটনা ঘটল কিংবা কোথা থেকে সেই বোমা এল তা বলতে পারেননি এলাকার কেউই।

বাণ্টির বাবা বিকাশ মাহাতো জানান, দুপুরে ছেলে খেলছিল। হঠাৎ বিস্ফোরণ হয়। ছেলের দুই পা, হাত, মুখে বোমার স্প্রিন্টারে আহত হয়। ছেলে কোথা থেকে বোমা পেল তা বলতে পারছি না। সম্ভবত, বল ভেবে ছেলে সেই বোমা নিয়ে খেলতে গিয়েছিল। এর আগে আমাদের এলাকার এধরণের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা প্রমোদ রায় জানান, কীভাবে এই ঘটনা ঘটল তা বলতে পারছি না। কোথা থেকে বোমা এল তাও বুঝতে পারছি না। এর আগে এলাকায় এধরণের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments