top of page

হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ

শিশু মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে। অভিযোগ, শিশুকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য অনুসন্ধান কেন্দ্রে ঘণ্টা দুয়েক ডাকাডাকির পরও কারো দেখা মেলেনি। মৃত শিশুর অভিভাবকরা পুরো ঘটনা জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।


জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের রারিয়াল গ্রামের সামিউল হকের স্ত্রী মাজেনুর বিবি বৃহস্পতিবার প্রসব যন্ত্রণা নিয়ে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভরতি হন। বিকেলে এক পুত্র সন্তানের জন্ম দেন মাজেনুর। কিছুক্ষণ পরেই ওই শিশুর শ্বাসকষ্ট শুরু হয়। তড়িঘড়ি ওই শিশুকে নিয়ে আসা হয় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসকরা ওই শিশুকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন। অভিযোগ, মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স মেলেনি। সেই কারণেই ওই শিশুর মৃত্যু হয়েছে। অভিভাবকদের দাবি, অ্যাম্বুলেন্স অনুসন্ধান কেন্দ্রের ভাউচার ছাড়া যেতে রাজি হয়নি। আর অনুসন্ধান কেন্দ্রে প্রায় দু ঘণ্টা ডাকাডাকি করার পরও কোনও কর্মীর দেখা মেলেনি। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির জন্য শিশুর মৃত্যু হয়েছে।






আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page