নর্দমায় পরিত্যক্ত সদ্যোজাত শিশুর দেহ
মালদা শহরের নর্দমা থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মালদায়। এদিন সকালে মালদা শহরের ৬ নম্বর ওয়ার্ডের একটি নর্দমা থেকে শিশুর মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শিশুর মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।
সোমবার সকালে মালদা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ড্রেন পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা এক শিশুর মৃতদেহ উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাউন্সিলর শিপ্রা রায়। ঘটনাস্থলে এসে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশও। কাউন্সিলর শিপ্রা রায় জানান, মালদা মেডিকেল কলেজ ও একটি পলিক্লিনিকের মাঝামাঝি এলাকার একটি নর্দমা থেকে একটি সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে। হাইড্রেন দিয়েও শিশুর মৃতদেহ এলাকায় ভেসে আসতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন কাউন্সিলর।
Comments