top of page

মুখ্যমন্ত্রী মালদা আসছেন মার্চের ৪ তারিখ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে আসছেন আগামী মাসের ৪ তারিখ। এমনটাই জানা গেল আজ জেলা সভাপতি মৌসম বেনজির নূরের কাছ থেকে। মুখ্যমন্ত্রীর সাথে আসছেন জেলা পর্যবেক্ষক তথা পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এদিন সন্ধ্যেয় জেলা তৃণমূল নেতৃত্বকে নিজস্ব কার্যালয়ে ডেকে পাঠান জেলা সভাপতি। আগামীকাল ব্লকের নেতাদের সাথে কথা বলবেন বলেও জানান তিনি। এর আগে গত বছর ১৯ নভেম্বর মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করতে মালদা এসেছিলেন। তবে এবার তিনি দলের সাংগঠনিক কাজে আসবেন।


Mamata Banerjee
দলের সাংগঠনিক কাজে মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সফরে আসছেন

এই প্রসঙ্গে মৌসম বেনজির নূর জানান, আগামী পুরভোটে ইংরেজবাজার ও পুরাতন মালদা দুটি পুরসভাই তৃণমূল আবার দখল করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার জেলায় এলে বুথভিত্তিক কর্মীসভা করা হবে। তিনি আশা করছেন প্রায় লক্ষাধিক তৃণমূল কর্মী মুখ্যমন্ত্রীর এই সভায় যোগদান করবেন।




মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page