আদিবাসী গণবিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে মার্চের ৫ তারিখ গাজোলে আসছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গাজোল কলেজ মাঠে এই কর্মসূচি পালন করবে জেলাপুলিশ। পুলিশের সহযোগিতা করতে হাত বাড়িয়েছে মালদা জেলার আদিবাসী সংগঠনগুলি।
আজ গাজোল কলেজ মাঠে পুলিশের তৎপরতায় শুরু হল অনুষ্ঠানস্থলের প্রস্তুতি। প্রস্তুতি সহ মাননীয়া মুখ্যমন্ত্রী প্রবেশের ক্ষেত্রে যাতে কোনরকম কোনও বিঘ্ন না ঘটে তা খতিয়ে দেখলেন মালদা জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া সহ জেলা পুলিশের একাধিক কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন গাজোলের বিধায়িকা দীপালী বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, জেলাপরিষদ সদস্য দীনেশ টুডু, আদিবাসী নেতা সনাতন টুডু। মাঠের পাশাপাশি গাজোলের পাঁচপাড়া এলাকায় হেলিপ্যাডের স্থান পরিদর্শন করেন জেলা পুলিশসুপার। জানা গেছে, আদিবাসী সংস্কৃতিতে ৩০০ জোড়া আদিবাসীদের বিবাহ অনুষ্ঠিত হবে এই ময়দানে।
Comments