মালদাবাসীকে ফের বিমানবন্দরের স্বপ্ন দেখালেন মুখ্যমন্ত্রী
ফুরফুরে মেজাজে বৈঠক শুরু হলেও ভারাক্রান্ত মনে সময়ের আগেই প্রশাসনিক বৈঠক শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুতে হেলিকপ্টার দুর্ঘটনায় সেনাবাহিনীর প্রধান বিপিন রাওয়াত সহ ১৪ জন সেনা কর্তার মৃত্যুতে শোকপ্রকাশও করলেন তিনি।
আজ দুপুরে মালদা কলেজ অডিটোরিয়ামের দুর্গাকিংকর সদনে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে দেখতে নির্দিষ্ট রাস্তার দুধারে উপচে পড়েছিল মানুষের ভিড়। দেশের নেত্রী মমতা প্ল্যাকার্ড হাতে দেখা গেল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদেরও। বৈঠকের শুরুতে ২৯৮ কোটি ৭৭ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে নির্মিত ৩৭টি প্রকল্পের উদ্বোধন এবং ৪৬৯ কোটি ৬৫ লক্ষ ৩৪ হাজার টাকা বরাদ্দকৃত ৫৯টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এরপরই জেলার বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মালদার আম বিখ্যাত। জেলার ৩১ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। তবে অনেক জমির গাছ পুরোনো হয়ে গিয়েছে। তবে এখনই পুরোনো গাছ না কেটে নতুন গাছ লাগানোর পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি মালদার মাখনা চাষ, প্রক্রিয়াকরণ শিল্পের বিষয়ে নজর দেবেন বলে জানান মুখ্যমন্ত্রী। জেলার রেশম উৎপাদনের পাশাপাশি কাপড় তৈরির বিষয়টি বিবেচনা করার জন্য সচিবকে জানান। মালদা এয়ারপোর্ট শীঘ্রই চালু করার চিন্তাভাবনার কথাও উঠে আসে বৈঠকে। সামনে পুরসভা নির্বাচন, তার আগে জেলার রাজনীতি নিয়েও কাটাছেঁড়া করেন মমতা। নীহার-কৃষ্ণেন্দুদের নিজেদের বিবাদ মিটিয়ে নেওয়ার নির্দেশের মাধ্যমে সকলের কাছে গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বৈঠকের শেষ পর্যায়ে সেনা প্রধানের মৃত্যুর খবর এসে পৌঁছোতেই বৈঠক শেষ করেন মুখ্যমন্ত্রী।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments