আরজিকর ঘটনার প্রতিবাদে সরকারি অনুদান ফেরাচ্ছে নাট্য সংস্থা
আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার রাজ্য সরকারের দেওয়া অনুদান ফিরিয়ে দিচ্ছে জেলার নাট্য সংস্থা মালদা সমবেত প্রয়াস। যুবতিকে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার প্রতিবাদেই এই পদক্ষেপ বলে দাবি করেছেন সংস্থার সদস্যরা।
সংগঠনের সদস্য শরদিন্দু চক্রবর্তী জানান, আরজিকরে যে নৃশংস ঘটনা ঘটেছে, তা কোনও বিচ্ছিন্ন ছবি নয়৷ নারীদের প্রতি অসম্মান, নির্যাতন, ধর্ষণ দীর্ঘ সময় ধরে হয়ে আসছে৷ এই ঘটনায় দোষীদের আড়াল করতে বর্তমান রাজ্য সরকারের ভূমিকা অত্যন্ত নিন্দনীয় এবং ধিক্কারযোগ্য৷ আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি৷ প্রতিবাদে রাজ্যের সমস্ত স্তর থেকে মানুষের প্রতিবাদ উঠে এসেছে। আমরাও সেই প্রতিবাদে সমর্থন জানাতে রাজ্য সরকারের অনুদান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর আমরা নাট্যমেলা স্থগিত রাখছি।
তিনি আরও জানান, নাট্যকর্মীদের অস্ত্র কলম আর নাটক৷ সেই অস্ত্র নিয়েই আগামী ১ সেপ্টেম্বর স্থানীয় নজরুল সরণিতে নিজেদের প্রতিবাদ জানাব৷ আরও কয়েকটি নাট্যদল আমাদের সহযোগিতা করবে৷ এই সিদ্ধান্তের জন্য আমাদের রোষের মুখে পড়তে হতে পারে৷ তবে আমরা সত্যের পথ থেকে সরে যাব না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言