top of page

নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় ৯ দিনেই চার্জশিট

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করে মাত্র ৯ দিনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করল হবিবপুর থানার পুলিশ। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে দ্রুত চার্জশিট পেশ করা হয়েছে এই ঘটনাতেই।


ree

ঘটনাপ্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, গত ২৮ অগাস্ট হবিবপুর থানা এলাকায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে সেদিনই গ্রেফতার করা হয়। নির্যাতিত নাবালিকার শারীরিক পরীক্ষার পর চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হাতে তুলে দেওয়ার হয়। জেলা পুলিশের তরফে ওই নাবালিকার কাউন্সেলিংয়ের জন্যও বিশেষভাবে ব্যবস্থা করা হয়েছিল। আদালতের কাছে আবেদন করে অভিযুক্তের ডিএনএ সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সমস্ত তদন্ত শেষ করে হবিবপুর থানা ৬ সেপ্টেম্বর অর্থাৎ ৯ দিনের মধ্যে চার্জশিট পেশ করেছে। গত কয়েক বছরের মধ্যে এত দ্রুত চার্জশিট জমা হয়নি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page