বিয়ের তিন মাসে মৃত্যু বধূর, শ্বাসরোধ করে খুনের অভিযোগ
বিয়ের তিন মাসের মধ্যে বধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচকে। পরিবারের অভিযোগ, ওই নাবালিকা বধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এই ঘটনায় মৃতের স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রক্রিয়াও শুরু করেছে পরিবারের লোকজন। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ ব্লকের গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের লাফফো টাউন এলাকায়।
মৃত কিশোরীর নাম ফতেমা খাতুন। বাড়ি কালিয়াচকের ছত্রগাছি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, মাস তিনেক আগে লাফফো টাউন এলাকার যুবক আদনান শেখের সঙ্গে ফতেমার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকে বিয়ের পর থেকে নানা বিষয় নিয়ে ফতেমার সঙ্গে ঝগড়া করত আদনান। কথা না শুনলে মারধর পর্যন্ত করা হত। এদিন সকাল ১০টা বেজে গেলেও ঘুম থেকে ওঠেনি সে৷ পরিবারের লোকজন ঘুম ভাঙাতে ঘরে ঢুকে ফতেমাকে ধাক্কা দিতে শুরু করেন৷ কিন্তু তাতেও তার ঘুম ভাঙেনি৷ এরপরেই বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা সেখানে ছুটে যান৷ তড়িঘড়ি ফতেমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ফতেমার মা সাবেরা বিবি জানান, তিন মাস আগে মেয়ের বিয়ে হয়েছে৷ বিয়ের কয়েকদিন পর থেকেই জামাই অশান্তি শুরু করেছিল৷ কিন্তু কী কারণে অশান্তি হত তা জানতে পারিনি। মেয়েকে মারধরও করত আদনান৷ অত্যাচার সহ্য করতে না পেরে কিছুদিন আগেই বাড়ি ফিরে এসেছিল মেয়ে। গত পরশু শাশুড়ি-ননদরা এসে ওকে নিজেদের বাড়িতে নিয়ে যায়৷ আজ মেয়ের শাশুড়ি আমাকে ফোন করে জানায়, ফতেমার পা-হাত ঠাণ্ডা হয়ে যাচ্ছে৷ বাড়ি পৌঁছে দেখি মেয়ের মৃত্যু হয়েছে। আমাদের ধারণা মেয়েকে খুন করা হয়েছে। এনিয়ে আমরা কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করব।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários