top of page

কাউন্সিলরের বাড়িতে দুয়ারে সরকার শিবির ঘিরে বিতর্ক মালদা শহরে

তৃণমূলি কাউন্সিলরের বাড়িতে দুয়ারে সরকার শিবিরের আয়োজন ঘিরে বিতর্ক মালদা শহরে। বিরোধীদের অভিযোগ, এলাকাবাসীকে প্রভাবিত করতেই এমনই কাজ করা হয়েছে। যদিও শাসকদলের তরফে সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করা হয়েছে, দলীয় কার্যালয়ে নয়, কাউন্সিলরের পরিসেবা অফিস থেকে শিবিরের আয়োজন করা যেতেই পারে।


জেলা জুড়ে নবম দফার দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। সোমবার ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডে শিবিরের আয়োজন করা হয়। স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মণ্ডলের বাড়ির গ্যারেজে এই শিবির করা হয়। আর এনিয়েই শুরু হয়েছে বিতর্ক। বিরোধীদের দাবি, ওই গ্যারেজ তৃণমূলের ওয়ার্ড অফিস হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত। সেখান থেকে সরকারি পরিসেবা দেওয়া মানেই মানুষকে প্রভাবিত করা।



যদিও কাউন্সিলরের দাবি, পুরসভার থেকে শিবিরের জন্য ওই জায়গা বেছে নেওয়া হয়েছে। এখানে তাঁর কিছুই বক্তব্য নেই। পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি জানান, ওটা দলীয় কার্যালয় নয়। ওটা কাউন্সিলরের পরিসেবা দেওয়ার অফিস। স্বাভাবিকভাবেই সেখান থেকে দুয়ারে সরকার শিবিরের সুবিধে সাধারণ মানুষকে প্রদান করা যেতেই পারে। ঠিক যেমন একজন কাউন্সিলর নিজের এলাকার সমস্ত মানুষকে পরিসেবা দিয়ে থাকেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

تعليقات


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page