Search
আদিবাসীদের ডেপুটেশন কর্মসূচিতে ধুন্ধুমার
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 24, 2024
- 1 min read
পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি প্রশাসনিকভবন চত্বরে। অভিযোগ, জেলাশাসকের দেখা না পেয়ে পুলিশি ঘেরা টপকে প্রশাসনিকভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারী আদিবাসীরা। ঘটনায় সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তি ও বচসাও হয় বলে অভিযোগ। পরে পুলিশি হস্তক্ষেপে আদিবাসীদের প্রশাসনিকভবনের বাইরে করা হলেও খানিকক্ষণ প্রশাসনিকভবন অবরুদ্ধ করে দেন আদিবাসীরা।
আজ দুপুরে ফেক এসটি সার্টিফিকেট বাতিল করার দাবিতে জেলাশাসকের কাছে ডেপুটেশন কর্মসূচি ছিল আদিবাসী কল্যাণ সমিতির। দুপুরে সংগঠনের সদস্যরা মিছিল করে প্রশাসনিকভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, ঘণ্টা দুয়েক পর ক্ষিপ্ত বিক্ষোভকারীরা পুলিশি বাধা টপকে প্রশাসনিকভবনে ঢুকে পড়েন। পরে পুলিশকর্মীরা কোনোমতে আদিবাসীদের প্রশাসনিকভবনের বাইরে নিয়ে আসেন। তারপরেও প্রশাসনিকভবনের গেটে বসে থেকে প্রশাসনিকভবন অবরুদ্ধ করে ফেলেন আদিবাসীরা।
দুর্গাদাস কিস্কু নামে এক বিক্ষোভকারী জানান,
ফেক এসটি সার্টিফিকেট বাতিলের দাবিতে রাজ্যের প্রতিটি জেলায় জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়া হচ্ছে। অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments