top of page

সোহমের রোড-শোতে বিশৃঙ্খলা, কটাক্ষ বিরোধীদের


তৃতীয় দফায় নির্বাচনের মনোনয়ন পর্ব শুরু হয়েছে গতকালই। শুরু হল ভোটের প্রচারে সেলিব্রিটিদের আনাগোনাও। আজ মালদা জেলার দুই লোকসভা আসনের দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন টলিউড অভিনেতা বিধায়ক সোহম চক্রবর্তী।



প্রথমে উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো করেন তিনি। সেই রোড-শো নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রথমত, সোহমকে ঘিরে রোড-শোতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তৃণমূল কর্মূীরা একে অপরকে ধাক্কাধাক্কি করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসতে হয় জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের। দ্বিতীয়ত, প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত রোড-শোতে হেলমেট ছাড়ায় তৃণমূল কর্মীদের মোটরবাইক মিছিল করতে দেখা যায়। যা নিয়ে শাসকদলকে বিঁধেছে গেরুয়া শিবির। যদিও গেরুয়া শিবিরের অভিযোগে গুরুত্ব দিতে নারাজ শাসকদলের নেতৃত্বরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page