মোবাইল চোর সন্দেহে যুবককে গণধোলাই, চাঞ্চল্য পুরাতন মালদায়
এবার গণধোলাইয়ের ঘটনা ঘটল পুরাতন মালদা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পুর মার্কেটে গোয়ালটুলি এলাকায়। খবর পেয়ে ওই যুবককে উদ্ধার করে নিয়ে মালদা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে এক ব্যক্তি পুরবাজারে এসেছিলেন। বাজার করার সময় তাঁর পকেট নিয়ে মোবাইল নিয়ে পালানোর চেষ্টা করে এক যুবক। চিৎকার চ্যাঁচামেচি শুরু হতেই স্থানীয় লোকজন ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে। চলতে থাকে উত্তম মধ্যম। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ। ক্ষিপ্ত জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা মনসুর শেখ বলেন,
“গত মাসের ২৭ তারিখ আমার মোবাইল চুরি গিয়েছে। আজও এক ব্যক্তির মোবাইল চুরির চেষ্টা হয়। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে হাতেনাতে ধরে ফেলে। ওই যুবককে পুলিশের হাতে তুলে দেওয়া হবে।”
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments