কাকিমা-ভাইপোর মুখে কালি, জুতোর মালা পরিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ
কাকিমার সঙ্গে ভাইপোর পরকীয়ার অভিযোগ। গ্রামবাসী নাকি হাতেনাতে দুজনকে ধরেও ফেলে। প্রথম দু’জনকে পোলে বেঁধে মারধর পরে সালিশি সভা বসিয়ে দুজনের মুখে চুনকালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে পুরো গ্রামে ঘোরানো হয়। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ ব্লকের একটি গ্রামে। যুবকের অভিযোগের ভিত্তিতে ১৮ জনকে গ্রেফতার করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে সালিশি সভায় সিদ্ধান্ত হয়, দুজনের মুখে চুন-কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা গ্রাম ঘোরানো হবে। ঘণ্টা তিনেক ধরে তেমনই চলতে থাকে। গ্রামের মাতব্বরদের ভয়ে কেউ কিছু বলতে পারেনি। তবে গ্রামের কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ গোপন সেই ঘটনার ভিডিয়োগ্রাফি করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লালবাজার থানার হ্যান্ডেলে পাঠিয়ে দেন। সেই ভিডিয়ো দেখেই নড়েচড়ে বসেন রাজ্য পুলিশের আধিকারিকরা। এরই মধ্যে ওই যুবক কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত করে এখনও পর্যন্ত এই ঘটনায় জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক পুলিশকে জানিয়েছেন, সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। ওই মহিলা তাঁর কাকিমা। তাঁর কাকু ভিনরাজ্যে কাজ করেন। কাজে যাওয়ার আগে কাকিমাকে দেখে রাখার কথা জানিয়েছিলেন কাকু। তাই তিনি কাকিমার খোঁজ নিতেন। প্রয়োজনে বাড়ির কাজও করতেন। কিন্তু এখানে পরকীয়ার কোনও বিষয় নেই।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
留言