চাঁদপুরের ষড়ানন, পুজোর প্রচলন ১৯৫৮ থেকে
এক মাথার বদলে কার্তিকের ছয় মাথা এবং দুই হাতের বদলে সেখানে বারো হাত। হ্যাঁ, শুনতে অবাক হলেও বাস্তবে তাই। দীর্ঘদিন ধরে এই ধরনের এক কার্তিকের পুজো হয়ে আসছে মালদা জেলার হবিবপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম চাঁদপুরে। চাঁদপুর বাজারের স্থায়ী মণ্ডপে দেব সেনাপতির পুজো হয়ে আসছে ১৯৫৮ সাল থেকে। এই পুজোকে কেন্দ্র করে এলাকায় মেলা হয় এবং প্রত্যেকদিন হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বর্তমান পুজো কমিটির সদস্যরা জানালেন, ১৯৫৮ সালে এলাকার ৫ জন স্থানীয় বাসিন্দা এই পুজো শুরু করেছিলেন। সেই ধারা এখনো চলছে, তবে আগে প্রতিমা মণ্ডপে সাত দিন রাখা হত। এখন প্রশাসন থেকে পাঁচ দিন প্রতিমা রাখার অনুমতি পাওয়া যায়। এই ছয় মাথা কার্তিক সম্পর্কে স্থানীয় পুজো কমিটির সদস্য পান্ডবচন্দ্র সিংহ জানালেন, পৌরাণিক মত অনুযায়ী কার্তিকের রূপ দেখে মহিলারা মুগ্ধ হন। ৬ জন মহিলা তাঁকে সন্তানরূপে পাওয়ার লক্ষ্যে দুগ্ধপান করানোর ইচ্ছা প্রকাশ করেন। তখন দেব সেনাপতি নিজ ঐশ্বরিক ক্ষমতাবলে ৬টি মুখমণ্ডল নিয়ে আবির্ভূত হন এবং এক্ষেত্রে প্রতিটি মুখমণ্ডল এক একজন মহিলার স্তন পান করেন।
Comentarios