চাঁচল কলেজে টাকা আত্মসাতের অভিযোগ
হিসাব না পাওয়া পর্যন্ত বিক্ষোভ জারি থাকবে বলে জানান তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর।
চাঁচল কলেজের টিআইসিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, গতকাল চাঁচল কলেজে একটি ইফতার পার্টির আয়োজন করা হয়েছিল। কলেজের টিআইসি নুরুল ইসলাম বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্র সংগঠনের টাকা আত্মসাৎ করছেন। সংগঠনের টাকার কোনও হিসেব-নিকেশ জানানো হচ্ছে না। সংগঠনের টাকার হিসাব না মেলায় টিআইসিকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। হিসাব না পাওয়া পর্যন্ত বিক্ষোভ জারি থাকবে বলে জানায় তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
تعليقات