top of page

চাঁচলে শুরু হল সাড়ে তিনশো বছরের ঐতিহ্যবাহী রাসোৎসব

সাড়ে তিনশো বছরের পুরোনো রাস উৎসব মহাসমারোহে শুরু হল চাঁচল মহকুমায়। মঙ্গলবার সন্ধ্যাবেলায় চাঁচলের পাহাড়পুর চণ্ডীমণ্ডপের পাশে এই রাসযাত্রা শুরু হয়। চাঁচলের ঐতিহ্যবাহী এই রাসযাত্রায় অংশগ্রহণ করতে দূরদূরান্ত থেকে মানুষেরা ছুটে আসেন। এই রাসযাত্রাকে কেন্দ্র করে একটি মেলা বসে ওই পুজোপ্রাঙ্গণে। মেলাতে বিক্রেতারা দুদিন ধরে নিজেদের পসরা সাজিয়ে বসেন।



উৎসব কমিটির উদ্যোক্তা রাজু পাণ্ডে জানান, প্রতিবছরই জাঁকজমকভাবে রাস উৎসব ও মেলার আয়োজন করা হয়ে থাকে। দূর-দূরান্ত থেকে ভক্তদের সমাগম হয় এই মেলায়। চাঁচল রাজার পুরোনো রীতি মেনেই রাসযাত্রা পালন করা হয়। দু’দিন ধরে চলে এই মেলা। রীতি অনুযায়ী আগত ভক্তদের খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page