গ্রেফতার দুই চোরাই মোটরবাইক কারবারী
ক্রেতা সেজে দুই বাইক চোরাকারবারিকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতদের শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে নইকান্দা এলাকা থেকে বৃহস্পতিবার বিকেল নাগাদ ওই দুই চোরাই বাইক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম রইসুউদ্দিন (২৯) ও খুরসেদ আলি ওরফে বুলু (৪৩)। দু’জনেরই বাড়ি চাঁচল থানার নইকান্দা এলাকায়। ধৃতরা আন্তঃরাজ্য বাইক পাচারকারী। ধৃতদের হেপাজত থেকে দুইটি চোরাই বাইক উদ্ধার করা হয়েছে। আরও জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ বিহারে মদ পাচারের ছক ভেস্তে দিল পুলিশ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários