মানসিক ভারসাম্যহীন বধূকে ধর্ষণ, অভিযুক্ত প্রতিবেশী
এক মানসিক ভারসাম্যহীন বধূকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। সমস্ত ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা বধূর স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে চাঁচলে।
নির্যাতিতার স্বামী পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, তিনি ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। বাড়িতে বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও দুই সন্তান থাকে। তাঁর স্ত্রী মানসিক ভারসাম্যহীন। গত ৭ জুলাই সন্ধের সময় তাঁর স্ত্রী বাড়ির বারান্দার বসেছিলেন। সেই সময় অভিযুক্ত যুবক বাড়িতে ঢুকে জোর করে তাঁর স্ত্রীকে ঘরে তুলে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে পালিয়ে যায়। স্ত্রী বিষয়টি তাঁকে ফোনে জানান। এরপরেই তিনি ভিনরাজ্য থেকে ছুটে আসেন।
আজ স্ত্রীকে নিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার স্বামী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অভিযুক্ত যুবককে এলাকায় দেখা যায়নি।
[ আরও খবরঃ ফের করোনায় মৃত্যু, উদবিগ্ন জেলা স্বাস্থ্য দফতর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Kommentare