জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা, বাড়ি ভাঙচুরের অভিযোগ
চাঁচলের পাহাড়পুরে জমি দখলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা। মালিকানা নিয়ে বিবাদের জেরে বাড়ি ভাঙচুর এবং মারধরের অভিযোগ। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছে দুই পক্ষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৈমুর আলি এবং তৌহিদ আলির পরিবার বিতর্কিত সেই জমিতে বহু বছর ধরে বসবাস করে। ওই পরিবারের দাবি, তাঁদের নামে ওই জায়গা রয়েছে। রাইহান শেখ নামে এক ব্যক্তি দলবল নিয়ে সেই জমি দখলের উদ্দেশ্যে মারধর করে ভাঙচুর চালায়। ওই পরিবারের এক প্রৌঢ়া সুরাতন বেওয়াকে ব্যাপক মারধর করা হয়েছে। বর্তমানে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে রাইহান শেখের পাল্টা দাবি, ওই জায়গার পেছনে তার জমি রয়েছে। সেই জমির প্রবেশপথে তৈমুর আলি ও তৌহিদ আলির পরিবারের লোকেরা দখল করে রয়েছে। সেই জায়গা উদ্ধার করতে গেলে তাঁদের আক্রমণ করা হয়। প্রাণ বাঁচাতে তাঁরা পিছু হটে আসেন।
চাঁচল থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,
এই ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments