লটারির টিকিট কাটা নিয়ে বিবাদ, স্ত্রীর নাকে পড়ল কোপ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 7, 2022
- 1 min read
‘দিন আনা দিন খাওয়া’ পরিবারে লটারির টিকিট কেটে টাকা নষ্ট করা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ। আজ সকালে স্বামীকে সংসারের কাজ করতে বলায় স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে স্বামী। পরে লটারির প্রসঙ্গ আসতেই ধারালো অস্ত্র গিয়ে স্ত্রীর নাকে আঘাত করা হয় বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে চাঁচলের মোতিহারপুর গ্রামে। এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন স্ত্রী।
মতিহারপুর এলাকার বাসিন্দা হেলালউদ্দিন পেশায় আইসক্রিম বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকবছর আগে স্থানীয় শেফালি বিবির সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের তিন পুত্র সন্তান। হেলালউদ্দিন লটারির টিকিট কাটার নেশা ছিল। এই অভ্যাসের কারণে সংসার খরচ চালানো মুশকিল হয়ে পড়ায় স্বামীকে লটারির টিকিট কাটতে বারণ করেন স্ত্রী। এনিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল। অভিযোগ, আজ সকালে সংসারের কাজ করতে বলায় স্ত্রীকে মারধর শুরু করে হেলালউদ্দিন। লটারি কাটা নিয়ে কথা বলতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর নাকে আঘাত করে হেলাল। খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করেন বাবার বাড়ির লোকজন।
পরে স্বামীর বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেন শেফালি বিবি। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ গাজোলে মাদক খাইয়ে টোটো ছিনতাই ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários