top of page

চাঁচল সংশোধনাগারের পরিদর্শনে কারা দপ্তরের কর্তা

প্রায় ৩০ কোটি টাকায় তৈরি হচ্ছে চাঁচল মহকুমা সংশোধনাগার। এদিন নির্মীয়মাণ সংশোধনাগারের কাজ পরিদর্শন করতে মালদায় এলেন রাজ্য কারা দপ্তরের দুই কর্তা শিবাজি ঘোষ ও অরুণকুমার গুপ্তা৷ আজ সকালে হেলিকপ্টারে মালদা পৌঁছন তাঁরা। দুপুরে তাঁরা চাঁচলের নির্মীয়মাণ সংশোধনাগার পরিদর্শন করেন তাঁরা৷ তাঁদের সঙ্গে ছিলেন জেলা পুলিশ ও মহকুমা প্রশাসনের কর্তারা৷



অরুণবাবু বলেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই সংশোধনাগার নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে৷ এখানে ৩২৫টি সেল নির্মাণ করা হবে৷ তার মধ্যে ৩০০টি পুরুষদের রাখার জন্য, বাকি ২৫টি মহিলা সেল৷ তবে এখানে নিকাশি সহ আরও কিছু সমস্যা রয়েছে৷ সংশোধনাগার চালুর আগে সেসব দূর করা হবে। তারপরেই সংশোধনাগার চালু হবে।


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page