চাঁচল সংশোধনাগারের পরিদর্শনে কারা দপ্তরের কর্তা
প্রায় ৩০ কোটি টাকায় তৈরি হচ্ছে চাঁচল মহকুমা সংশোধনাগার। এদিন নির্মীয়মাণ সংশোধনাগারের কাজ পরিদর্শন করতে মালদায় এলেন রাজ্য কারা দপ্তরের দুই কর্তা শিবাজি ঘোষ ও অরুণকুমার গুপ্তা৷ আজ সকালে হেলিকপ্টারে মালদা পৌঁছন তাঁরা। দুপুরে তাঁরা চাঁচলের নির্মীয়মাণ সংশোধনাগার পরিদর্শন করেন তাঁরা৷ তাঁদের সঙ্গে ছিলেন জেলা পুলিশ ও মহকুমা প্রশাসনের কর্তারা৷
অরুণবাবু বলেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে এই সংশোধনাগার নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে যাবে৷ এখানে ৩২৫টি সেল নির্মাণ করা হবে৷ তার মধ্যে ৩০০টি পুরুষদের রাখার জন্য, বাকি ২৫টি মহিলা সেল৷ তবে এখানে নিকাশি সহ আরও কিছু সমস্যা রয়েছে৷ সংশোধনাগার চালুর আগে সেসব দূর করা হবে। তারপরেই সংশোধনাগার চালু হবে।
Comments