বাড়ির উঠোনে রক্তাক্ত দেহ, চাঞ্চল্য চাঁচলে
সোনার গয়না ছিনতাই করতে গিয়ে গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ চাঁচলে। আক্রান্ত গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আক্রান্ত গৃহবধূর নাম লুৎফা খাতুন (১৯)। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল তার বাবার বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই স্বামীকে নিয়ে চাঁচলের বৈরগাছি গ্রামে বাবার বাড়িতে এসেছিলেন লুৎফা। অনুষ্ঠান শেষে সকলে ঘুমিয়ে পড়েন। ভোরে শৌচালয়ে যাওয়ার প্রয়োজন পড়ে তাঁর। শৌচালয় যাওয়ার সময় উঠোনে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। সোনার গয়না ছিনতাই করতে দুষ্কৃতীরা তাঁর গলা-হাত কেটে দেয়। অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যান লুৎফা। দুষ্কৃতীরা সমস্ত গয়না নিয়ে চম্পট দেয়। পরে তাঁর স্বামী উঠোনে রক্তাক্ত অবস্থায় লুৎফাকে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন।
লুৎফার স্বামী হজরত বেলাল জানান, সকালে তিনি ঘুম থেকে উঠে দেখেন উঠোনে তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি স্ত্রীকে উদ্ধার করে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মালদা মেডিকেল কলেজে। তাঁর ধারণা, এটা মাদকাসক্তদের কাজ। গয়না লুট করতে এসে লুৎফা হয়তো তাদের চিনে ফেলে। এরপরেই তারা লুৎফাকে খুন করার চেষ্টা করে।
[ আরও খবরঃ গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Bình luận