Search
জল ভরতি বালতিতে পড়ে মৃত্যু শিশুর
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 14, 2022
- 1 min read
খেলতে গিয়ে জল ভরতি বালতিতে ডুবে মৃত্যু এক শিশুর। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চাঁচলের দক্ষিণ শহর এলাকায়।
মৃত শিশুর নাম মোতালেফ হোসেন। বয়স ১৪ মাস। বাবা রবিউল হোসেন পরিযায়ী শ্রমিক। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির সদস্যদের অনুপস্থিতে বারান্দায় খেলা করছিল মোতালেফ। সেখানেই রাখা ছিল জল ভরতি বালতি। খেলতে খেলতে বালতিতে মুখ ঢুকিয়ে দেয় সে। বালতিতেই পড়ে যায় মোতালেফ। পরে বাড়ি সদস্যদের নজরে আসতেই তড়িঘড়ি তাকে মালতিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকেরা মোতালেফকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে চাঁচল থানার পুলিশ।
[ আরও খবরঃ সাতদিন ধরে নিখোঁজ সিভিক ভলান্টিয়ার, অপহরণের আশঙ্কা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments