top of page

অনাস্থায় অপসারিত হলেন বিজেপি প্রধান, ভয় ও প্রলোভনের অভিযোগ

বিরোধী সদস্যদের সঙ্গে নিয়ে দলীয় প্রধানকে অপসারিত করল বিজেপি সদস্যরা। ঘটনাটি ঘটেছে চাঁচল-২ ব্লকের গৌড়হন্ড গ্রামপঞ্চায়েতে। ভয় ও প্রলোভন দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি জেলা বিজেপি নেতৃত্বের। উন্নয়নের সামিল হতে সবাই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চান পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।


২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গৌড়হন্ড গ্রামপঞ্চায়েতের ১৫টি আসনের মধ্যে ৯টি আসন দখল করে বিজেপি, তৃণমূল কংগ্রেস ৩টি, কংগ্রেস দুটি ও বামেরা একটি আসনে জয়লাভ করে। প্রধান নির্বাচিত হন বিজেপির পুষ্পা ওরাও। প্রধানের বিরুদ্ধে চার বিজেপি সদস্য তৃণমূলকে সাথে নিয়ে অনাস্থা আনেন। সেই অনাস্থায় অপসারিত হন বিজেপি প্রধান।জেলা বিজেপি সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, ভয়ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্যদের অনাস্থায় সামিল করা হয়েছে। হাইকোর্টে এই বিষয়ে মামলা করা হয়েছে।চাঁচল-২ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি রফিকুল হোসেন বলেন, উন্নয়নের সামিল হতে ওই গ্রামপঞ্চায়েতের সমস্ত সদস্যই তৃণমূলে যোগদান করতে চান।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page