আগুনে ভস্মীভূত ১৫ কুইন্টাল সরষে, আতঙ্কে চাষিরা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 22, 2022
- 1 min read
পাঁচ বিঘা জমির সরষেতে আগুন লাগানোর অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আগুনে কৃষকের জমিতে মজুত করা পুরো সরষে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এদিকে ঘটনার পর থেকে এলাকার অন্যান্য চাষিরা আতঙ্কে রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল-১ ব্লকের খরবা গ্রামপঞ্চায়েতের মণিকাণ্ডা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খরবা পঞ্চায়েতের দুমড়াল ঘাট এলাকার কৃষক কৈলাস ভগতের মণিকাণ্ডা এলাকায় পাঁচ বিঘা জমির সরষে তোলার পর জমিতেই মজুত করা ছিল। অভিযোগ, সোমবার রাতে কেউ বা কারা তাঁর মজুত করা সরষেতে আগুন লাগিয়ে দেয়। আগুনে পাঁচ বিঘার প্রায় ১৫ কুইন্টাল সরষে ভস্মীভূত হয়ে যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এই ঘটনায় মঙ্গলবার চাঁচল থানায় একটি লিখিত অভিযোগ করেন কৈলাস ভগৎ। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কৈলাস ভগৎ বলেন, এলাকায় কারো সাথে শত্রুতা ছিল না। কে কেন এই ঘটনা ঘটাল বুঝতে পারছি না। ওই এলাকার আর এক কৃষক বেলাল হোসেন বলেন, এমন ঘটনা এলাকায় ঘটেনি। ওই মাঠে অনেকেরই সরষে রয়েছে। এদিনের ঘটনায় সকলেই আতঙ্কিত।
[ আরও খবরঃ ভোট লুঠ রুখতে সকাল সকাল ভোট দানের আহ্বান সেলিমের ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments