শ্বাসনালী কেটে খুন শ্বশুরকে খুন করল জামাই
জমি বিবাদের জেরে জামাইয়ের হাতে শ্বশুর খুনের অভিযোগে চাঞ্চল্য ছড়াল চাঁচলে। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের দীঘা বসতপুর গ্রামে। মৃত শ্বশুরের নাম রব্বুল হোসেন (৬৫)। বাড়ি চাঁচল ১ ব্লকের মতিহারপুরের দীঘা বসতপুরে।
রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে পড়ে রয়েছেন রব্বুল সাহেব
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল ছিল মহরমের একাদশী অর্থাৎ বাসি কারবালা। বাসি কারবালায় রব্বুল সাহেবের পরিবারের সমস্ত সদস্য অংশগ্রহণ করেছিল। তবে শারীরিক অসুস্থতার কারণে রব্বুল সাহেব বাড়িতেই ছিলেন। অভিযোগ, সেই সুযোগে ধারালো অস্ত্র দিয়ে রব্বুল সাহেবকে গলার শ্বাসনালী কেটে খুন করে তাঁর জামাই মনসুর আলি। পরিবারের সদস্যরা বাড়ি ফিরে দেখেন রক্তাক্ত অবস্থায় বাড়ির উঠোনে পড়ে রয়েছেন রব্বুল সাহেব। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চাঁচল থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
Comments