top of page

পেপারব্যাগ হাতে প্লাস্টিক বন্ধের আবেদন চেয়ারম্যানের

বিশ্ব পেপারব্যাগ দিবস উপলক্ষ্যে প্লাস্টিক ব্যাগ বন্ধের প্রচারে নেমে কাগজের ব্যাগ বিলি করল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।


উল্লেখ্য, ইতিমধ্যে রাজ্যজুড়ে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। ইংরেজবাজার পুরসভা ও মার্চেন্ট চেম্বার অব কমার্সও মালদা শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত করতে উদ্যোগ নিয়েছে। নিয়মিত শহরের বিভিন্ন বাজারে মাইকিং করা হচ্ছে। আজ বিশ্ব পেপারব্যাগ দিবসে সাধারণ মানুষকে সচেতন করতে দেখা গেল একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে। পাশাপাশি সাধারণ মানুষের হাতে পেপারব্যাগ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।



ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে পুরসভার তরফে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। প্লাস্টিক মুক্ত মালদা করার ক্ষেত্রে মানুষের সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই শহরে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার অনেকটাই কমেছে।


[ আরও খবরঃ দেখা নেই বর্ষার, মাথায় হাত পাট চাষিদের ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page