top of page

কনভেনশনে চেয়ার ফাঁকা থাকায় তৃণমূল নেতাদের কড়া বার্তা সভাপতির

ব্লক কনভেনশনের মঞ্চ থেকে দলীয় নেতৃত্বদের কড়া বার্তা জেলা তৃণমূল সভাপতির। তাঁর সাফ কথা, দলের দায়িত্বে থেকে দলের কনভেনশনে আসবেন না, আবার নিজের চেয়ার ছাড়বেন না তা হতে পারে না।


আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্যের শাসকদল তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলের আরও শক্তি বৃদ্ধি করতে আজ মালতিপুর বিধানসভার ব্লকের সমস্ত নেতা কর্মীদের নিয়ে একটি ব্লক কনভেনশনের আয়োজন করা হয়। এদিনের ওই কনভেনশনে উপস্থিত ছিলেন মালতিপুর বিধানসভার বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বকশি, জেলা যুব তৃণমূল কংগ্রেসে সভানেত্রী চন্দনা সরকার, মালদা জেলাপরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রফিকুল ইসলাম, চাঁচল-২ ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্য নেতাকর্মীরা। তবে এই কনভেনশনে বেশ কিছু চেয়ার ফাঁকা থাকায় গর্জে ওঠেন জেলা সভাপতি। শুধু তাই নয়, মালদা জেলার সমস্ত নেতাকর্মীদের দলকে গুরুত্ব দিতে বার্তা দেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বকশি। পাশাপাশি এদিনের কনভেনশনে যারা আসেননি তাঁদের খোঁজ নেওয়ার জন্য একটি কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page