মালদা জেলার ৯২ শতাংশ বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী আগামীকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছিল নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ অবজারভার বিবেক দুবে। এছাড়া বাকি বুথগুলিতে মাইক্রো অবজারভার, সিসি ক্যামেরা ছাড়াও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।
আগামীকাল সকাল ৭টা থেকেই সাধারণ মানুষ নিজেদের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে যাবেন। মানুষ সঠিকভাবে নিজেদের অধিকার প্রয়োগ করতে পারবে, এই আশ্বাস দিতেই স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীরা রওয়ানা দিয়েছেন ভোট কেন্দ্রের দিকে। ভোটকেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করতে পারে এমন বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেফতার না করা হলেও তাদের উপরে বিশেষ নজর রয়েছে পুলিশ প্রশাসনের।
Comments