গাজোলের কারখানায় হানা কেন্দ্রীয় এজেন্সির
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 29
- 1 min read
আয়কর দপ্তরের হানা গাজোলের পাণ্ডুয়া এলাকার এক কারখানায়। শুক্রবার সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান শুরু করেন আয়কর বিভাগের আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের অনুমান, দীর্ঘদিন ধরে আয়কর ফাঁকি ও আর্থিক লেনদেনের তছরূপের অভিযোগেই অভিযান চালাচ্ছে আয়কর বিভাগ।
শুক্রবার সকালেই কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ভাট্টা দিয়ে রকমারি খাদ্য সামগ্রী তৈরির কারখানায় হানা দেয় আয়কর দপ্তর। অনেকেই আবার মনে করছেন, আয়কর বিভাগ নয় ওই কারখানায় হানা দিয়ে ইডি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ২০১১ সালে এই কারখানা তৈরি হয়েছিল। ২০১৭-১৮ সালে কারখানার মালিকানা বদল হয়। বর্তমানে ওই কারখানায় চার শতাধিক কর্মী কাজ করেন। কেন্দ্রীয় এজেন্সির হানার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশও।

সূত্রের খবর, আধিকারিকরা কারখানার বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, হিসাবপত্র ও কম্পিউটার থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করছেন। সম্ভাব্য আর্থিক অনিয়ম সংক্রান্ত প্রমাণ সংগ্রহের কাজও চলছে। তবে এনিয়ে কেন্দ্রীয় ওই এজেন্সির তরফে কোনও বিববৃতি দেওয়া হয়নি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments